সাংবাদিককে মারধর, ক্যামেরা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ এপ্রিল, ২০১৫ ১৬:৫৬:৫৬

ঢাকা: নির্বাচনের নিউজ কাভার করতে গিয়ে সরকার সমর্থিত প্রার্থীর ক্যাডারদের হামলায় আহত হয়েছেন যুগান্তরের সাংবাদিক ওবায়েদ অংশুমান।এ সময় তার ভিডিও ক্যামেরা ও মোবাইলও ছিনিয়ে নেয়া হয়।
মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডে আহমেদাবাদ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
ওবায়েদ জানান, সবুজবাগ আহমেদাবাদ স্কুল রোডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আশরাফুন্নেছা ফরিদের লোকজন প্রতিপক্ষ প্রার্থীর পোলিং এজেন্টসহ ভোটারদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে ফরিদের কয়েকজন ক্যাডার বিপক্ষ প্রার্থীদের লোকজনকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে আহত করে। এসব ছবি তোলার সময় ফরিদের ক্যাডাররা তাকে বাধা দেয়। এরপর কমলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা সোয়া ১২টার দিকে ফরিদের লোকজন প্রিজাইডিং অফিসার মো. শরীফকে মারধর করে তিনশ’ ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারা শুরু করে। ঘটনাটি ওবায়েদ উপস্থিত থেকে ভিডিও করেন। এসময় উপস্থিত পুলিশের কয়েকজন সদস্য বাধা দিতে গিয়ে আহত হয়।
ওবায়েদ জানান, এসব ঘটনার ভিডিও করার পর কেন্দ্র থেকে বেরিয়ে যাবার সময় ফরিদের সশস্ত্র ক্যাডাররা তার ওপর হামলা চালায়। তারা মারধর করে ভিডিও ক্যামেরা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওবায়েদের সার্ট ছিঁড়ে যায়। ক্যাডাররা তার মোটর সাইকেল ভাঙচুর করে আগুন দেয়ার চেষ্টা চালায়। এসময় ওবায়েদ তাদের কাছে মাফ চাইলে তাকে ছেড়ে দেয় ক্যাডাররা।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/জেবি)