চোরাকারবারীদের হামলায় দুই সাংবাদিক আহত
বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ এপ্রিল, ২০১৫ ০০:২১:০৮
বান্দরবান: বান্দরবানে চাল চোরাকারবারীদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। বান্দরবান বাজারের এক নম্বর গলিতে মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একুশে টিভি বান্দরবান জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিুট (২৯) ও আজকের চট্টগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি নূর হোসেন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের এক নম্বর গলিতে রাস্তার ওপর সরকারি ন্যায্যমূল্যের (ওএমএস) চাল পাচারের উদ্দেশে ও এমএস লেখা বস্তা থেকে সরিয়ে অন্য বস্তায় পরিবর্তন করছিল চোরাকারবারীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছবি তুললে চাল চোরাকারবারী চক্রের হোতা আহম্মদ কবির ও সাইফুদ্দিন হিরো লাঠি দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান।
এ সময় একুশে টিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটু ও আজকের চট্টগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি নূর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। দোষীদের শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/জেবি)