logo ০৩ মে ২০২৫
নরওয়েতে বন্ধ হচ্ছে এফএম রেডিও
ঢাকাটাইমস ডেস্ক
২০ এপ্রিল, ২০১৫ ১৪:৫৭:১৭
image

ঢাকা: নরওয়ে থেকে বিদায় নিচ্ছে এফএম রেডিও। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে দেশটিতে বন্ধ হয়ে যাচ্ছে এফএম সম্প্রচার কার্যক্রম। আর বিশ্বে নরওয়েই হতে যাচ্ছে প্রথম দেশ যেটি এফএম সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।


নরওয়ের রেডিওবিষয়ক ওয়েবসাইট রেডিও.এনও জানিয়েছে, চলতি সপ্তাহে এফএম কার্যক্রম বন্ধের আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করেছে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আর এফএম সম্প্রচার বন্ধ করে এর স্থলে চালু করা হবে ডিজিটাল অডিও ব্রডকাস্টিং (ডিএবি) কার্যক্রম। জানা গেছে, ২০১১ সাল থেকেই এই সিদ্ধান্ত চালুর ব্যাপারে আলোচনা চলছিল।


দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী থরহিল্ড উইডভে বলেন, 'ডিএবির মাধ্যমে শ্রোতারা আরো বৈচিত্র্যময় অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবে।'


বর্তমানে ডিএবি'র আওতায় চালু আছে ২২টি চ্যানেল যেখানে এফএম সম্প্রচারে আছে ৫টি মাত্র চ্যানেল। এর বাইরে আরো ২০টি ডিএবি চ্যানেল সম্প্রচারের সক্ষমতা আছে কর্তৃপক্ষের। এছাড়া এফএম সম্প্রচারের মাধ্যমে একটি চ্যানেল পরিচালনা করতে ডিএবি'র তুলনায় প্রায় ৮ গুণ বেশি ব্যয় হয় বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।


২০১৭ সালের ১১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশও একই ধরনের চিন্তাভাবনা করছে। তবে নরওয়ে ছাড়া আর কোনো দেশই এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেবি)