প্রতিষ্ঠাবার্ষিকীতে ইটিভির বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ এপ্রিল, ২০১৫ ২০:৩৪:৩৫

ঢাকা: পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশনে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, দর্শকদের চাহিদা বিবেচনা করে পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহর থেকে পর্দায় আসছে পরিবর্তন।
জানা গেছে, পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে দেশের স্বনামধন্য নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজেস্ব প্রযোজিত অনুষ্ঠানেও রয়েছে পরিবর্তনের ছোঁয়া। তিনদিন ব্যাপী এই আয়োজনে একুশে টেলিভিশনে প্রচার হবে ৬টি নাটক, ২টি টেলিফিল্ম, ৩টি চলচ্চিত্র।
পয়লা বৈশাখে রয়েছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। যেখানে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বরা তাদের বৈশাখের স্মৃতিচারণ করবেন। এছাড়া থাকছে একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্ট। নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা সব কিছু নিয়ে সাজানো হয়েছে এবারের পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলা নববর্ষের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
নাটকগুলোর মধ্যে রয়েছে জাহির করিমের রচনা ও সুজন বড়ুয়ার পরিচালনায় ‘কোন কাননের ফুল’, তুহিন হোসেনর রচনা ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় নাটক ‘কমন ডায়লগ’, গাজী মামুনের রচনা ও বিইউ শুভর পরিচালনায় ‘বিবর্ন রংধনু, জাহিদুর রহমানের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘স্বপ্নীল প্রেম’ এবং খলিলুর রহমান শাওনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় ‘মেহের জানের লাভ স্টোরি’। এছাড়া টেলিফিল্মের মধ্যে রয়েছে অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস শাহরিয়ার’ এবং সজল আহমেদের রচনা ও বিউ শুভর পরিচালনায় টেলিফিল্ম ‘একটি নীল জোৎসনার গল্প’।
একুশে টেলিভিশন প্রযোজিত অনুষ্ঠানগুলোর মধ্যে থাকছে দুই পর্বের বিশেষ ‘ফোক হিটস’, বিশেষ নৃত্যানুষ্ঠান ‘প্রজাপতি মন’, তিন পর্বের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘স্বপ্ন দিনের গান’, ‘সাদা কালো বায়োস্কপে আমরা’, ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। এছাড়াও একুশে টেলিভিশনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিশেষ একুশের সকাল, একুশের বর্ষবরণ, একুশের সন্ধ্যা, বৈশাখী আহ্বান ইত্যাদি।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/জেবি)