logo ০৪ মে ২০২৫
বিদেশি গণমাধ্যমে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবর
ঢাকাটাইমস ডেস্ক
১২ এপ্রিল, ২০১৫ ০০:২৮:২৮
image


ঢাকা: শনিবার রাত সাড়ে দশটায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। বাংলাদেশি গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যমেও গুরুত্বের সাথে এ খবরটি প্রকাশ করা হয়েছে।

বিবিসি অনলাইনে লেখা হয়েছে, বাংলাদেশের ইসলামি রাজনীতিবীদ কামারুজ্জামানের ফাঁসি। আল-জাজিরায় লেখা হয়েছে, বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে ইসলামি নেতাকে ফাঁসি দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে লেখা হয়েছে, বাংলাদেশে জামায়াতের উচ্চ পর্যায়ের নেতার ফাঁসি। ইন্ডিয়া টুডেতে লেখা হয়েছে, বাংলাদেশ জামায়াত নেতা কামারুজ্জামানকে ফাঁসি দিয়েছে।

(ঢাকাটাইমস/১২ এপ্রিল/এসইউএল)



*বাবা অবিচল, প্রাণভিক্ষা চাননি*


*কামারুজ্জামানের সঙ্গে স্বজনদের শেষ সাক্ষাৎ*


*নতুন মাটির কবরে শায়িত হবেন কামারুজ্জামান*


*মুহূর্তেই নিজেকে সামলে নেন কামারুজ্জামান!*


*কামারুজ্জামানের পৌনে পাঁচ বছরের বিচার প্রক্রিয়া*


*শেষ দুটি ইচ্ছা অপূর্ণই থাকলো কামারুজ্জামানের!*


*ফাঁসির আগে যা খেলেন কামারুজ্জামান*


*হামলার শঙ্কায় লাশের সঙ্গে যাচ্ছেন না স্ত্রী-ছেলে*


*যে পাঁচ অভিযোগে ফাঁসি হয় কামারুজ্জামানের*


*কামারুজ্জামানের অসিয়তনামায় যা আছে*


*জল্লাদরা যেভাবে কার্যকর করবে ফাঁসি*


*একাত্তরের কর্মকাণ্ডেই যার পরিচিতি*