ঢাকা: শনিবার রাত সাড়ে দশটায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। বাংলাদেশি গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যমেও গুরুত্বের সাথে এ খবরটি প্রকাশ করা হয়েছে।
বিবিসি অনলাইনে লেখা হয়েছে, বাংলাদেশের ইসলামি রাজনীতিবীদ কামারুজ্জামানের ফাঁসি। আল-জাজিরায় লেখা হয়েছে, বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে ইসলামি নেতাকে ফাঁসি দেয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে লেখা হয়েছে, বাংলাদেশে জামায়াতের উচ্চ পর্যায়ের নেতার ফাঁসি। ইন্ডিয়া টুডেতে লেখা হয়েছে, বাংলাদেশ জামায়াত নেতা কামারুজ্জামানকে ফাঁসি দিয়েছে।
(ঢাকাটাইমস/১২ এপ্রিল/এসইউএল)