logo ০৪ মে ২০২৫
চালু হচ্ছে ব্রডকাস্ট জার্নালিজম কোর্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ এপ্রিল, ২০১৫ ২০:৫৫:৫৬
image

ঢাকা: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম’ কোর্স চালু হতে যাচ্ছে। এই কোর্সের মেয়াদ হবে প্রায় এক বছর। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্নাতক ডিগ্রিধারী ২০ জন ছাত্রছাত্রী এই কোর্সে শিক্ষালাভের সুযোগ পাবেন। দেশে এটাই এই ধরনের প্রথম কোর্স। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রতিবছর নিয়মিতভাবে এই কোর্সের আয়োজন করবে। আগামী জুলাই মাস থেকে প্রথম কোর্সের কার্যক্রম শুরু হবে বলে আশা করা যায়।


রবিবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ইতোমধ্যেই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ক্যাম্পাসে ঢাকা স্কুল অভ্ ব্রডকাস্ট জার্নালিজম স্থাপন করা হয়েছে। গত ২৯ মার্চ ২০১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জন্য স্কুলটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে।


এই প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার এবং ছাত্রছাত্রী ভর্তি, পরীক্ষার তারিখ নির্ধারণসহ সার্বিক বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এর মাধ্যমে পরিচালিত হবে। দেশে প্রসারমান সরকারি-বেসরকারি বেতার ও টেলিভিশন চ্যানেলসমূহে দক্ষ, মানসম্পন্ন ও সৃজনশীল জনবলের চাহিদা মেটাতে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১২এপ্রিল/জেবি)