logo ০৪ মে ২০২৫
দ্বিতীয় বর্ষে যমুনা টেলিভিশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ২০:২৫:০৯
image

ঢাকা: সম্প্রচারের দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল যমুনা টেলিভিশন। ২০১৪ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচারে আসে যমুনা টিভি।

বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বিকাল ৫টায় যমুনা টিভির কার্যালয়ে কেক কাটা হয়। এ ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে রবিবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত চ্যানেলটিতে প্রচারিত অনুষ্ঠানগুলোতে ভিন্নতা থাকবে।

যমুনা টিভির জনসংযোগ বিভাগের ম্যানেজার আইরিন খান বলেন, আড়ম্বরপূর্ণ আয়োজন না থাকলেও বিকাল ৫টায় সব সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়।

তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রচারিত সব অনুষ্ঠানে ভিন্নতা থাকবে।

প্রসঙ্গত, যমুনা টেলিভিশনটির মালিকানা যমুনা গ্রুপের। দৈনিক যুগান্তরও এই গ্রুপের। বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের মালিকানাধীন এই টেলিভিশন চ্যানেলটি নানা চরাই-উৎরাই পেরিয়ে অবশেষে সম্প্রচারে আসে।


(ঢাকাটাইমস/৫এপ্রিল/জেবি)