জামিন পাননি নির্যাতিত সাংবাদিক মিজান
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ১৯:৫৫:৪৫

পটুয়াখালী: প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের জামিন হয়নি। পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার আজ বুধবার তাঁর জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে ফের ১৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেছেন।
এর আগে জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে মিজানের অন্তবর্তীকালীন জামিনের আবেদনের ওপর ২৪ মার্চ শুনানি গ্রহণ করেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আদালত মিজানের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনকে একটি মেডিকেল বোর্ড গঠনের এবং একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বোর্ডকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এ ছাড়া আজ শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল।
পুলিশের নির্যাতনের শিকার মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা ২৯ মার্চ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়েছে।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতের মাধ্যমে মিজানকে পাঠানো হয় কারাগারে।
এর আগে ২২ মার্চ পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এএসএম তারিক শামসের আদালতে মিজানের উপস্থিতিতে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে আদালত পটুয়াখালীর জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেন।
(ঢাকাটাইমস/১এপ্রিল/জেবি)