logo ০৪ মে ২০২৫
সাংবাদিক আলী হায়দারের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৫ ২১:১২:৫৭
image

চট্টগ্রাম: দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী হায়দার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৫৫ বছর।


বণিক বার্তায় তাঁর সহকর্মীরা জানান, আলী হায়দার বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সোমবার দুপুর দুইটায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আলী হায়দার দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। বণিক বার্তায় যোগ দেয়ার আগে তিনি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ইহসানের ভারপ্রাপ্ত সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন তিনি।


রাজধানীর কারওয়ানবাজারে আম্বরশাহ মসজিদে নামাজে জানাজা শেষে রাতেই তাকে চট্টগ্রাম চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।


(ঢাকাটাইমস/৩০মার্চ/জেবি)