logo ০৪ মে ২০২৫
দুর্ঘটনার কবলে মানবকণ্ঠের গাড়ি, কর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ মার্চ, ২০১৫ ১৫:৩১:৩৩
image

ঢাকা: রাজধানীর শাজাহানপুরে দৈনিক মানবকণ্ঠ পত্রিকাবাহী একটি পিকআপ উল্টে মশিউর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে পীরজঙ্গি মাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো তিনজন। আহতরা ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মেডিকেল সূত্রে জানা গেছে, মশিউর পিকআপে করে রাজধানীর আশকোনায় দৈনিক মানবকণ্ঠের প্রেস থেকে ডিস্ট্রিবিউশনের জন্য পত্রিকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় শাজাহানপুরে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মশিউর গুরুতর আহত হলে তার সহকারী আজাদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/জেবি)