logo ০৪ মে ২০২৫
নিরাপত্তা চেয়ে সাংবাদিক শওকত মিলটনের জিডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৫ ০০:২০:৩৩
image

ঢাকা: জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার অ্যাডিশনাল চিফ রিপোর্টার শওকত মিলটন।


মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থানায় জিডিটি দায়ের করা হয়েছে।


এতে তিনি অভিযোগ করেন, গত ২০ ও ২১ মার্চ এটিএন বাংলায় শর্ষীনার পীর আবু জাফর সালেহর মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ড এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে স্বাধীনতার পদক প্রাপ্তি নিয়ে তিনি দু’পর্বের একটি প্রতিবেদন প্রচার করেন। এরপর শওকত মিলটনের ব্যক্তিগত মোবাইল ফোনে ২১ মার্চ +১১১১১১১১ থেকে এবং পরবর্তীতে +৩৬৭৫৯২২৫৯২৫১ (প্রাইভেট নম্বর) থেকে ফোন করে তাকে জীবননাশের হুমকি দেয়া হয়।


(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)