মিডিয়া প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মার্চ, ২০১৫ ১১:০৪:০২

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মিডিয়া প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ মাহমুদকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-২। সোমবার সকাল ১০টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে পত্রিকায় প্রকাশিত মোবাইল নম্বর-০১৭১২-১৭৭৮৩৮ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ৭ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দ্বিতীয় পাতার প্রথম কলামে বাংলাদেশের স্বনামধন্য মিডিয়ার বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ করা হবে শিরোনামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞাপনের বিষয় সম্পর্কে মিডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর থেকে ওই চক্রটির সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের উদ্দেশ্যে তদন্তে নামে র্যাব।
গ্রেপ্তারকৃত মাহমুদ র্যাবকে জানায়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনটি তিনি প্রকাশের ব্যবস্থা করেন। উল্লিখিত মোবাইলে চাকরির জন্য কেউ যোগাযোগ করলে তাদেরকে তিনি মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চ্যানেলের বিভিন্ন বিভাগে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে বলে আশ্বস্ত করেন। তার টার্গেট মূলত তরুণ-তরুণীরা যারা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াকে তাদের পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী।
তিন চাকরির রেজিস্ট্রেশন ফি বাবদ নির্ধারিত অংকের টাকা ০১৭১২-১৭৭৮৩৮ নম্বরে বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলেন। এর কিছুদিন পর তিনি যেকোনো মিডিয়ার নাম ব্যবহার করে জানান যে, তার চাকরি হয়েছে এবং তার ফাইনাল নিয়োগের পূর্বে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।
এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার নাম ভাঙিয়ে তিনি তার প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। তার মোবাইল ফোনটির ম্যাসেজ বক্স চেক করে বিকাশের মাধ্যমে বিপুল অংকের টাকার লেন-দেনের প্রমাণ পাওয়া গেছে।
তিনি রাজধানীর কাফরুল থানার, উত্তর কাফরুলের ৬১২ নম্বর বাড়িতে থাকেন। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মাহমুদ টাঙ্গাইল জেলার, মির্জাপুর থানার আড়িয়া গ্রামের মৃত মো. ইসমাইল মিয়ার ছেলে।
এ ব্যাপারে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিডিয়া মেজর মাকসুদুল আলম বলেন, ইতঃপূর্বে ভুয়া সেনা কর্মকর্তা, ভুয়া সচিব, প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নাম ও পদবী ব্যবহার করে প্রতারণার জন্য বিভিন্ন প্রতারককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। সম্প্রতি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা জায়গায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছে।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এএ/জেবি)