ছিনতাইকারীর হামলায় সাংবাদিক আহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ মার্চ, ২০১৫ ১৩:৫৭:১৭
ঢাকা: রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় মাহতাব হোসেন নামে এক সাংবাদিক আহত হয়েছেন। আজ সোমবার ভোরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে এ ঘটনা ঘটে। আহত মাহতাব হোসেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সহসম্পাদক হিসেবে কর্মরত।
জানা যায়, গ্রামের বাড়ি দিনাজপুর থেকে আজ ভোরে ঢাকায় আসেন মাহতাব। জাকির হোসেন রোডে তাঁর বাসা। বাসার সামনে এলে কয়েকজন ছিনতাইকারী তাঁর সঙ্গে থাকা ব্যাগটি কেড়ে নেয়। এ সময় তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
আহত অবস্থায় উদ্ধার করে মাহতাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাহতাবের শরীরের যেখানে যেখানে কেটেছে, সেখানে কয়েকটি সেলাই দিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে বাসায় নেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৬মার্চ/জেবি)