logo ০৫ মে ২০২৫
শেষ হল সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৫ ১৬:৫৯:৩৫
image

ঢাকা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদের।


বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পিআইবি ভবনে ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’ আয়োজিত ঢাকার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ এর সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ সার্টিফিকেট প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালাটি গত ১০ মার্চ শুরু হয়ে আজ শেষ হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদের।


সাবেক বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে বাস্তব রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত খবর জনগন বেশি জানতে চায়। আপনারা সেই খবরগুলো বেশি বেশি লেখেন, এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।


তিনি বলেন, আমরা কেউই রাজনীতির বাইরে নই। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত বা রাজনীতির প্রতি আমাদের সমর্থন রয়েছে।


তিনি বলেন, আমাদের রংপুর বিভাগের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এ বিভাগে কৃষিভিত্তিক শিল্পকল-কারখানার পাশাপাশি অন্যান্য শিল্পকল-কারখানাও স্থাপন করতে হবে। সে বিষয়ে বেশি বেশি খবর লিখতে হবে।


এ ছাড়া অনুষ্ঠানটিতে বিশেষে অতিথি ছিলেন, রফিকুল হক দাদুভাই, সভাপ্রধান বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক কর্মকর্তা আনোয়ারা বেগম এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি রফিক আহমেদ মুফদী।


(ঢাকাটাইমস/১২মার্চ/এইচআর/এমএটি)