logo ০৫ মে ২০২৫
সাগর-রুনি হত্যায় সাংবাদিকদের নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৫ ১৭:৩৪:১৪
image

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ১০ এপ্রিলের মধ্যে খুনিদের গ্রেপ্তার ও দৃশ্যমান তদন্ত না হলে ১১ এপ্রিল সকাল ১১টার জাতীয় প্রেসক্লাবে সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন সাংবাদিকরা।


বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিউনের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন।


প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। তিন বছরেও এর তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, ফলে শুরু হয়নি বিচার প্রক্রিয়াও।


(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)