logo ০৫ মে ২০২৫
শেষ হল নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মার্চ, ২০১৫ ১৯:২৭:১২
image

ঢাকা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ’ কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ(সিইসি)।


মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় পিআইবি ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ’ এর সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী রকিবউদ্দীন আহমদ।


বক্তব্যে সিইসি প্রশিক্ষণ আয়োজনের জন্য পিআইবিসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশিক্ষণ এমন একটি জিনিস, যা আমাদের বুদ্ধি ও বিবেচনাকে উজ্জীবিত করে। একটি বিশেষ বিষয়ের উপর ফোকাস করে, সহজভাবে বোঝাতে সহায়তা করে। আমি ব্যক্তিগতভাবে প্রশিক্ষণের সমর্থক।


তিনি আরো বলেন, যে কোনো বিষয়ের উপর লিখতে হলে সে বিষয়ে জানা ও সম্যক ধারণা থাকলে কাজে লাগে।


এ ধরণের প্রশিক্ষণ খুবই ফলপ্রসু, কারণ এখানে শুধুমাত্র বাইরের প্রশিক্ষকই প্রশিক্ষণ দিচ্ছেন না; এখানে প্রশিক্ষণার্থী একজন আরেকজনের সাথে আলোচনা করেন।


তিনি ঢাকা ছাড়াও মাঠ পর্যায়ের সাংবাদিকদেরও প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে অত্যন্ত খুশি বলে জানান।


নবীন সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, একমাত্র সাংবাদিক পেশাতেই দেশের জন্য কাজ করার সুযোগ অনেক বেশি। আপনাদের পরিবেশিত সংবাদে জনগণ প্রভাবিত হন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ চান; যাতে করে তারা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। ভিন্নমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আপনাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনেই আপনারা সর্বোচ্চ সম্মানিত হতে পারবেন।


দেশের ভবিষ্যত আপনাদের হাতে, নবীনদের হাতে ও নতুন প্রজন্মের হাতে। দেশের স্বার্থে সকল সাংবাদিকদের একত্রে কাজ করারও আহ্বান জানান তিনি।


প্রসঙ্গত, এই প্রথমবারের মতো গত ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত পিআইবিতে নির্বাচন বিষয়ক রিপোর্টিং নিয়ে তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করা হলো।


এই প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ও ডেমোক্রেসি (আরএফইডি)।


তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের কার্যপ্রণালী, সাংগঠনিক কাঠামো, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে শক্তিশালি নির্বাচন কমিশনের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অনুসন্ধানী ও ব্যাখ্যামূলক প্রতিবেদন এর ধারণা ও কৌশল নিয়ে আলোচনা করেন একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও নির্বাচনী আইন নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমদ, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন (আরপিও) ও সংসদ পরিচালনা নিয়ে আলোচনা করেন ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী, তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ দেন ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। এছাড়া দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার হারুন আল রশীদ, বৈশাখী টেলিভিশনের বিশেষ সংবাদ দাতা শেখ নজরুল ইসলামসহ আরো অনেক প্রশিক্ষক নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।


প্রশিক্ষণ থেকে শুরু করে সনদ প্রদান অনুষ্ঠান পর্যন্ত সমন্বয়কারী হিসেবে ছিলেন পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সচিব মরতুজা আহমদ ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।


এতে আরো উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক মো. শাহ্ আলমগীর, পরিচালক আনোয়ারা বেগম এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।


(ঢাকাটাইমস/১০মার্চ/ইরা/এমএটি)