logo ০৫ মে ২০২৫
সাংবাদিক কনক সারওয়ার ৫ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মার্চ, ২০১৫ ১৬:৫২:৩২
image

ঢাকা: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরাজ এই রিমান্ড মঞ্জুর করেন।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান তার দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে কনক সারওয়ারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে কনক সারওয়ারকে আটকের পর একই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ইটিভির চেয়ারম্যানের জামিন হয়েছে।

গত বছরের ২৬ নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই নারীর অভিযোগ, তাকে জড়িয়ে গত বছরের নভেম্বরে ইটিভিতে একটি অনুষ্ঠান প্রচার করা হয়।


(ঢাকাটাইমস/৪মার্চ/জেবি)