logo ০৫ মে ২০২৫
ডিআরইউ'র পিকনিক স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৫ ১৯:৩১:৪৬
image

ঢাকা:  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে-২০১৫ স্থগিত করা হয়েছে। আগামী ৬ মার্চ এই বনভোজন ও ফ্যামেলি ডে হওয়ার কথা ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিআরইউ’র নেতারা।


রবিবার সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে-২০১৫ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনিচ্ছাকৃত এ সিদ্ধান্তের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে সুবিধাজনক সময়ে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আশা করছি।


ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই সংগঠনটির নেতারা।


 (ঢাকাটাইমস/১মার্চ/জেবি)