logo ০৫ মে ২০২৫
ইটিভির সম্প্রচারে বিঘ্ন, হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:১১:১৫
image

ঢাকা: কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়া একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচার বিঘ্ন ঘটানো কেন অবৈধ নয় জানতে চেয়ে তিন সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।


বুধবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইটিভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।


আদেশে বলা হয়েছে, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়া একুশে টেলিভিশনের সম্প্রচার বিঘ্ন ঘটানো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এর প্রতিবন্ধকতা দূর করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।


এ জন্য তিন সপ্তাহের রুল জারি করে তথ্য মন্ত্রণালয়ের সচিব, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও ডিবির জয়েন্ট কমিশনারসহ ১৭ জনকে জবাব দিতে বলা হয়েছে।


প্রসঙ্গত, ৫ জানুয়ারির আগে লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচারের পর দেশের বিভিন্ন স্থানে ক্যাবল অপারেটরদের মাধ্যমে ইটিভি সম্প্রচারে বিঘ্ন ঘটানো হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইটিভি বন্ধ করা হয়নি। তবে এখনও দেশের বিভিন্ন স্থানে চ্যানেলটি দেখা যাচ্ছে না।  


(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেবি)