logo ০৫ মে ২০২৫
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক হোসাইন জাকির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:২৪:৪০
image

ঢাকা: দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হোসাইন জাকির।


আজ রবিবার জোহর নামাজের পর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়াস্থ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।


জানাজায় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মর্কতারা উপস্থিত ছিলেন।


চন্দনাইশের গাছবাড়িয়া জান মোহাম্মদপাড়ার ডা. আবদুল হাফেজের প্রথম পুত্র সাংবাদিক হোসাইন জাকির দুরারোগ্য ক্যানসারে ভোগে গতকাল শনিবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।


গত বছর অক্টোবরের মাঝামাঝিতে ক্যানসার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য হোসাইন জাকিরকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল নেয়া হয়। কিন্তু সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়। এরপর তাকে দেশে ফিরিয়ে এনে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

হোসাইন জাকিরের স্ত্রী মেয়ে নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড় বছরের শিশুপুত্র স্বপ্নকে নিয়ে পশ্চিম মনিপুরের একটি ভাড়া বাসায় থাকেন। চট্টগ্রামের দৈনিক আজাদী দিয়ে সাংবাদিকতা শুরু করা হোসাইন জাকির দীর্ঘ ১৮ বছর সক্রিয় ছিলেন নিজের পেশায়। তিনি দৈনিক মানবজমিন, আজকের কাগজ, যুগান্তরে কাজ করেন দীর্ঘদিন। যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার এক পর্যায়ে যুক্ত হন দৈনিক আলোকিত বাংলাদেশের সঙ্গে। দায়িত্ব নেন প্রধান প্রতিবেদকের। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকায়ও নিয়েছিলেন প্রধান প্রতিবেদকের দায়িত্ব। 

পেশাগত জীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭, ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি।


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেবি)