ঢাকাঃ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক (বাংলা) কবি হালিম আজাদের বড়বোন ছবি বেগম আজ ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার মধ্যনগর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মৃত্যুকালে তিনি তিন ভাই, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ১১টায় মধ্যনগর বড় মসজিদে নামাজের জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
মরহুমার কুলখানি আগামী রোববার মধ্যনগরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। মরহুমার আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের কুলখানিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এমজেড)