সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:০৫:১০

ঢাকা: ক্যানসারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকিরের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দায়িত্বরত ডাক্তাররা। গত সোমবার রাতে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তাকে। রাজধানীর মিরপুর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘ দিন থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।
মঙ্গলবার হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল থেকে ফেরত পাঠানোর পর বেশ কয়েক মাস থেকেই ডেল্টা হাসপালে চিকিৎসাধীন রয়েছেন হোসাইন জাকির। গত দু’দিন থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করে। এ অবস্থায় দ্রুত রোগ মুক্তির জন্য সবার দোয়া কামনা করেন তার স্ত্রী।
জানা যায়, অক্টোবরের মাঝমাঝিতে ক্যানসার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে এনে ডেল্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে হোসাইন জাকিরের স্ত্রী এবং কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড় বছরের শিশুপুত্র স্বপ্নকে নিয়ে পশ্চিম মনিপুরের একটি ভাড়া বাসায় থাকেন। চট্টগ্রামের দৈনিক আজাদী দিয়ে সাংবাদিকতা শুরু করা হোসাইন জাকির দীর্ঘ প্রায় ১৮ বছর সক্রিয় ছিলেন নিজের পেশায়। দৈনিক মানবজমিন হয়ে দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তরে কাজ করেছিলেন দীর্ঘদিন। যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার একপর্যায়ে যুক্ত হন আলোকিত বাংলাদেশের সঙ্গে। দায়িত্ব নেন প্রধান প্রতিবেদকের। সব শেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকায়ও নিয়েছিলেন প্রধান প্রতিবেদকের দায়িত্ব।
পেশাগত জীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির। চট্টগাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এইচআর/জেবি)