logo ০৬ মে ২০২৫
`গণতন্ত্রের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ'
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:১৫:১২
image

ঢাকা: দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে গণমাধ্যমের স্বাধীনতাও থাকবে না বলে জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী।


তিনি বলেন, গণতন্ত্রের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ।দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না।


মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ‘বিএফইউজে’ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ‘ডিইউজে’ যৌথভাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


‘বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, মাহমুদুর রহমানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


দেশে চলমান রাজনৈতিক পরিবেশ তুলে ধরে রুহুল আমীন গাজী বলেন, দেশে বর্তমান যেসকল হত্যাকাণ্ড ঘটছে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে। কারণ তারা বর্তমান ক্ষমতায় রয়েছে। তাই এই হত্যাকাণ্ডের দায়ভার তারা এড়িয়ে যেতে পারে না।


তিনি শওকত মাহমুদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান।


একই সাথে তিনি বলেন, একটি অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়েই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব, অন্যথায় নয়।


বিএফইউজে’র সহ-সভাপতি এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্যে রাখেন ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, সাংবাদিক নেতা এম এ আজিজ প্রমুখ।


(ঢাকাটাইমস/ ১৭ ফেব্রুয়ারি/ কেএস/এমএন )