বঙ্গবন্ধুর প্রেস সচিব বাদশার লাশ ঢাকায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:০৩:৫৯

ঢাকা: বঙ্গবন্ধুর প্রেস সচিব, লন্ডনপ্রবাসী প্রয়াত সাংবাদিক মুক্তিযোদ্ধা খন্দকার আমিনুল হক বাদশার মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে তার মরদেহ ঢাকায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
মরহুমের ছোট ভাই খন্দকার রাশিদুল হক নবা বেলা দেড়টায় জানান, লাশ এখন গুলশানে মামার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ বারডেমের হিমঘরে রাখা হবে।
আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। থাকবে দুপুর ১২টা পর্যন্ত। সেখানে আরেকটি জানাজা শেষে মরদেহ নিয়ে কুষ্টিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করা হবে। ওইদিন বিকাল ৫টায় কুষ্টিয়া ঈদগাহ ময়দানে মরহুমের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ৬টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
বাদশাহর মরদেহের সঙ্গে তার স্ত্রী ও ছেলে-মেয়ে এসেছেন। মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
গত ৯ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা) গ্রেটার লন্ডনের অরপিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিনুল হক বাদশা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগ পর্যন্ত দীর্ঘদিন এই অরপিংটন হাসপাতালই ছিল তার শেষ অবস্থানস্থল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
লন্ডন প্রবাসী এই প্রখ্যাত সাংবাদিক ছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন। ১৯৭৩ সালে ব্যারিস্টারি পড়ার জন্যে বঙ্গবন্ধু আমিনুল হক বাদশাকে লন্ডনে পাঠিয়েছিলেন। ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার লক্ষ্যে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে যাওয়ার সময় বঙ্গবন্ধু আমিনুল হক বাদশাকে একই বিমানে সঙ্গে করে নিয়ে যান। বঙ্গবন্ধু আলজিয়ার্স নামার পর বাদশা একই বিমানে এসে পা রাখেন লন্ডনে। এসময় বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে আরেক কিংবদন্তি সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীও জোট নিরপেক্ষ সম্মেলনে অংশ নেন।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/জেবি)