logo ০৬ মে ২০২৫
মিশরে আল-জাজিরার দুই সাংবাদিক কারামুক্ত
ঢাকাটাইমস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:৩৫:৪৪
image

কায়রো: আল-জাজিরার দুই সাংবাদিক পুনর্বিচার সাপেক্ষে শুক্রবার মিশরের একটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। একটি মামলায় এক বছরেরও অধিক সময় জেলে থাকার পর তারা ছাড়া পেলেন। তাদের পরিবার একথা জানায়। মামলাটি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।


বৃহস্পতিবার কায়রোর একটি আদালত কানাডার নাগরিক মোহাম্মদ ফাহমি ও মিশরের নাগরিক বাহার মোহাম্মদকে মুক্তির নির্দেশ দেন। কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুডকে সমর্থন জানানোর অভিযোগে পুনর্বিচার সাপেক্ষে তারা ছাড়া পেলেন। -এএফপি


(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি)