সাগর-রুনি হত্যার বিচার কেন হচ্ছে না?
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৫৬:৫৭

ঢাকা: বর্তমান সরকারের পতনের আগে সাগর-রুনি হত্যার বিচার হবে না বলে মন্তব্য করেছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে, একাংশ) সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে বুধবার আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে প্রকৃত খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
বর্তমান সরকারের সঙ্গে সাগর-রুনির হত্যাকারীদের আঁতাত রয়েছে উল্লেখ করে শওকত মাহমুদ বলেন, ‘এই সরকারের আমলে সাগর-রুনির বিচার হবে না। কারণ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঙ্গে সরকারের আঁতাত রয়েছে। তাই এই সরকারের পতন ঘটিয়ে সাগর-রুনির হত্যার বিচার কার্যকর করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু দালাল আছে যারা সরকারের সঙ্গে আঁতাত করে সরকারের কাছের চেয়ারটি দখল করেছে। এরাই সাগর-রুনির হত্যার বিচারে বাধা সৃষ্টি করছে।’
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের নামে নাটক করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু আজ ৮৬ হাজার ৮ ঘণ্টা পার হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের নামে এসব নাটক বন্ধ করুন।’
বিভিন্ন টকশোতে সরকারের বিপক্ষে যারা কথা বলছেন, তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এমন অভিযোগ করে শওকত মাহমুদ বলেন, ‘এ ধরনের টকশোও বন্ধ করে দেওয়া হচ্ছে।’
এই সরকারের আমলে যদি কোনো সংলাপ হয় তাহলে সংলাপের প্রথম বিষয়টি হবে সংবাদমাধ্যমের বাক স্বাধীনতা ও সাগর-রুনির হত্যার বিচার বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও এ হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এদের গ্রেপ্তার করলেই বিচার বাধাগ্রস্ত হচ্ছে কি কারণে তা জানা যাবে।’
এ সময় সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, আমরা কারও বেডরুম পাহারা দিতে পারব না। আপনাদের বলতে চাই, আমরা কারও বেডরুম পাহারা দিতে বলছি না। আমরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি।’
এই সরকার ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করলেও সাগর-রুনির মতো সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন ডিইউজের একাংশের সভাপতি আব্দুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদাল হোসেন ও প্রকৌশলী এম এ আজিজ, ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমএম)