জাপানে সাংবাদিকের পাসপোর্ট জব্দ
ঢাকাটাইমস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:০১:৩৫

টোকিও: ইসলামি চরমপন্থী সংগঠন ইসলামি স্টেটের হাতে দুই জাপানি জিম্মির নির্মম হত্যার প্রেক্ষাপটে জাপান সিরিয়া সফরের পরিকল্পনাকারী এক সাংবাদিকের পাসপোর্ট জব্দ করেছে।
রোববার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
আসাহি শিমবুন এবং অন্যান্য সংবাদপত্রের খবরে বলা হয়, প্রথমবারের মতো পাসপোর্টধারীর প্রাণ রক্ষার চুক্তিতে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করলো।
খবরে বলা হয়, শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিল্যান্স ফটোগ্রাফার উইচি সুগিমোতোর পাসপোর্ট জব্দ করেছে। বিভিন্ন রিফিউজি ক্যাম্পের ছবি তোলার জন্যে উইচির ২৭ ফেব্রুয়ারি সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল।
তবে কিয়োডো নিউজের খবরে বলা হয়, ৫৮ বছর বয়সী জাপানি সাংবাদিকের অনেক বছর ধরে ইরাক ও সিরিয়ায় যুদ্ধ এলাকার ছবি তুললেও ইসলামি স্টেট নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের পরিকল্পনা ছিল না।
সুগিমোতো আসাহিকে বলেন, আজ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট বিভাগের এক কর্মকর্তা এসে আমার পাসপোর্ট নিয়ে যান।
তিনি বলেন, ‘আমার ভ্রমণের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কোথায় থাকলো।’
চরমপন্থী সংগঠন ইসলামি স্টেটের হাতে সাংবাদিক কেনজি গোতো ও অভিযাত্রি হারুনা ইউকায়ার শিরশ্ছেদে পাসপোর্ট জব্দের এ ব্যবস্থা নেয়া হয়।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/জেবি)