মিশরে বন্দি আরেক সাংবাদিকও মুক্তি পাবেন
ঢাকাটাইমস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:৩১:৪৮

ঢাকা: মিশরের কারাগারে বন্দি সাংবাদিক মোহাম্মদ ফাহমি খুব দ্রুতই মুক্তি পাবেন বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড।
কায়রো থেকে আল-জাজিরার যে তিন সাংবাদিককে বন্দি করা হয়েছিলো ফাহমি তাদের একজন এবং তিনি মিশর ও কানাডার দ্বৈত নাগরিক।
এর আগে অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার গ্রেস্টেকে মুক্তি দেয়া হয়। পিটার গ্রেস্টেকে মুক্তি দিয়ে নিজ দেশের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। তবে মিশরীয় সাংবাদিক বাহের মোহাম্মদের বিষয়ে কিছুই জানা যায়নি।
মুক্তি পাবার পর আল জাজিরা সাংবাদিক পিটার গ্রেস্টে বলেন, তিনি কারাগারে থাকা তার অপর দুই সহকর্মীর জন্য গভীর উদ্বেগে আছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, মোহাম্মদ ফাহমি এবং বাহের মোহাম্মদকে কারাগারে ছেড়ে আসাটা তার জন্য একটি কঠিন সময় ছিল।
প্রায় ৪০০ দিন বন্দি থাকার পর সন্তানের ফিরে আসার খবরে পিটার গ্রেস্টের মা লয়েস গ্রেস্টে স্বস্তি প্রকাশ করেছেন। ব্রিসবেনে এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি বলেন, আমি যে কতটা খুশি তা বোঝাতে পারবো না। তবে সবকিছু ভালোয় ভালোয় শেষ হয়েছে। কখনও এই দিনটি আসবে তা আমি ভাবতেও পারিনি।
এদিকে মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের সূত্র থেকেও মোহাম্মদ ফাহমির আসন্ন মুক্তির ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু মিশরীয় নাগরিক বাহের মোহাম্মদের বিষয়ে মুখ খুলছে না দেশটির সরকার।
গ্রেস্টে তাদের জন্য উদ্বেগ জানিয়ে বলেছেন, তারা যদি মুক্তি পেতে পারেন, তাহলে তাদের সবারই মুক্তি পাওয়া উচিত। মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগে এই তিনজন সাংবাদিককে বন্দি করে মিশর।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/জেএস)