logo ০৬ মে ২০২৫
সাংবাদিককে নির্দয়ভাবে পেটালো পুলিশ
ঢাবি প্রতিনিধি,ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৫ ২৩:০৮:০৯
image


ঢাকা: নিউ এজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নাজমুল হুদা সুমন ও তার বন্ধু খায়রুজ্জামান শুভকে  পিটিয়ে অচেতন করে তাদের মানিব্যাগ, মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নিয়েছে রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সুমন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতে একটি মোটরসাইকেলযোগে সুমন ও তার বন্ধু শুভ নিউএইজ পত্রিকা অফিস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বিজয় সরনীর মোড়ে আসলে রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহেদী হাসান সুমন তাদের গতিরোধ করেন।

দুইজন মোটরসাইকেলে যাওয়া নিষেধ সত্ত্বেও তারা কেন ওঠেছেন-তা জানতে চান। পরে তারা সাংবাদিক পরিচয় দিলে তিনি তাদের ছেড়ে দেন। পরে একটি মোটরসাইকেলে দুই পুলিশ সদস্য ডিউটি করছে-এমন ছবি তোলার সময় পুলিশ তাদের দুইজনকে আটক করে বেধড়ক পিটিয়ে পুলিশের গাড়িতে তোলে।

এসময় তাদের মোবাইল, মানিব্যাগ ও সাংবাদিকতার আইডি কার্ড ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাংবাদিক নেতারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত নাজমুল হুদা সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ও খায়রুজ্জামান শুভ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযোগের সত্যতা জানার জন্য অভিযুক্ত পুলিশের এসআই মেহেদী হাসান সুমনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানও তার মুঠোফোনটি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/১ফ্রেবুয়ারি/প্রতিনিধি/এএ/এআর/ ঘ.)