ফোন করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জানুয়ারি, ২০১৫ ০০:৩০:০৮
ঢাকা: ইংরেজি দৈনিক ‘দ্য বাংলাদেশ টুডের’ স্টাফ রিপোর্টার এম শাখাওয়াত হোসাইন মুকুলকে অজ্ঞাত একটি মোবাইল ফোন থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। শুক্র ও শনিবার রাতে ০১৮১২-২৬১৬৭০ নম্বর থেকে কে বা কারা এ হুমকি দিয়েছে বলে তিনি থানায় জিডিতে উল্লেখ করেছেন। শাহজাহানপুর থানার জিডি নম্বর ৮৬২(২৪/১/১৫)।
জিডিতে শাখাওয়াত বলেন, গত শুক্রবার রাত ১০টা ১৯মিনিটে ওই নম্বর থেকে ফোন করে তার ঠিকানা জানতে চাওয়া হয় এবং অকথ্য ভাষায় গালি দেয়। বার বার ফোন করে বলা হয়, নিজ থেকে ঠিকানা না দিলে খুঁজে বের করে ‘মেরে ফেলা’ হবে।
শনিবার রাত সাড়ে ১০টায় একই নম্বর থেকে এবং পৌনে ১১টায় ০১৮২২-১৪৩০১২ নম্বর থেকে আবারো ফোন আসে। এসময় তাকে কাকলী-বনানী এলাকায় যেতে বলে এবং আগের দিনের মতো প্রাণনাশের হুমকি দেয়া হয়।
(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এএ/এসইউএল)