ঢাকা: সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। কোন কোন ক্ষেত্রে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং তাদের লক্ষ্য করে ঢিলও ছোড়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, গত জানুয়ারির পর থেকে এসব ঘটনায় বেশ কিছু সাংবাদিক আহতও হয়েছেন। এ ধরনের ঘটনার সাথে সরকার সমর্থিত দল, বিরোধী দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে তেমনি পুরো গণমাধ্যম জুড়ে সৃষ্টি করবে ভীতিকর পরিস্থিতি। যা গোটা সাংবাদিক সমাজ কোনভাবেই মেনে নেবে না।
নেতৃবৃন্দ এ ধরনের ঘটনা প্রতিরোধে এবং সাংবাদিকরা যাতে নির্বিঘেœ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)