logo ০৬ মে ২০২৫
ফের মহানবীর কার্টুন নিয়ে শার্লি হেবদোর প্রচ্ছদ
ঢাকা টাইমস ডেস্ক
১৩ জানুয়ারি, ২০১৫ ১১:৫৬:৫৫
image


ঢাকা: এবার মহানবী (সাঃ) বিদ্রুপাত্মক ছবি নিয়ে প্রচ্ছদ বের করতে যাচ্ছে বিতর্কিত ব্যঙ্গাত্মক সাময়িকী ‘শার্লি হেবদো’। আগামীকাল বুধবার সাময়িকীটির নতুন সংখ্যা বাজারে আসবে। পত্রিকাটির পরবর্তী সংখ্যায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে প্রচ্ছদ কার্টুন করা হয়েছে। ওই কার্টুনে হজরত মুহাম্মদ (সা.)-কে কান্না করতে দেখা যায়। তাঁর মাথায় সাদা পাগড়ি। হাতে ধরা একটি লেখা। এতে ফরাসি ভাষায় লেখা ‘জ্যা সুই শালি’।

শার্লি হেবদোর একজন মুখপাত্র বলেন, হামলাকারীরা যদি মনে করে থাকে তাদের হামলার কারনে পত্রিকার প্রকাশ বন্ধ হবে তাহলে তাদের এই ধারনা লক্ষাধিক বার ভুল প্রমাণিত হবে।

পত্রিকাটি এবার প্রায় ৩০ লাখ কপি ছাপানো হয়েছে। যা অন্যান্য সময়ের চেয়ে ৫০ গুন বেশি।

এর আগেও পত্রিকাটি মহানবীকে নিয়ে একই ধরনের কার্টুন প্রকাশ করে। ব্যঙ্গধর্মী শার্লি হেবদো ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে আলোচনায় আসে। ওই সময় তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি ব্যঙাগচিত্র পুনর্মুদ্রণ করলে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। ২০১২ সালের সেপ্টেম্বরেও পত্রিকাটি মহানবীর (সা.) একটি অবমাননাকর ছবি ছাপে।

গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি হেবদোর কার্যালয়ে হামলা চালায় তিন বন্দুকধারী। ওই হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, দুই পুলিশ সদস্য ও অন্য দুজন। ওই হামলার পর পত্রিকাটির এই নতুন সংখ্যা ছাপা হচ্ছে।

ওই ঘটনার পরের দুই দিন প্যারিসে আরও দুটি সন্ত্রাসবাদী হামলায় নিহত হন পাঁচজন। এরপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতি জানিয়ে গত রবিবার দেশজুড়ে প্রায় ৪০ লাখ মানুষ শোভাযাত্রা করে।

সারা ফ্রান্স জুড়ে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রায় ১০ হাজার সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে।  

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জিন-ইভিস-লি-ডারিন এক জরুরি সভা শেষে জানান, ফ্রান্স সারা দেশ জুড়ে ১০ হাজার সেনা মোতায়েন করবে। মোতায়েনের জন্য আরও পাঁচ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই প্রথম ফ্রান্সে এত বৃহৎ পরিসরে সেনা মোতায়েন করা হল।’

(ঢাকাটাইমস/১৩জানুয়ারী/টিআর/জেএস)