নারী-শিশু উন্নয়নে বিবিসি'র প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৫ ১৮:৩৭:২৯

ঢাকা: নারী, শিশু, কিশোর-কিশোরীদের উন্নয়ন এবং পরিবেশ পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ কৃষি বিষয়ে উদ্ভাবনামুখী কাজের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেস এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং গৌতম কুমার ঘোষসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন- বন্যা, লবণাক্ততা ও খরাবান্ধব বীজ উদ্ভাবন দেশের কৃষিক্ষেত্রকে পরিবেশ পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা দিয়েছে। এ আবিষ্কারকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিবিসি সহায়ক ভূমিকা পালন করতে পারে।
শিশুদের জন্য নির্মিত ‘মীনা’ কার্টুনের পাশাপাশি গর্ভবতী মায়ের যত্ন, মা ও শিশুর বিশেষ পুষ্টি বিষয়ে ‘মীনার মা’ নামে নতুন কার্টুন চিত্র, কিশোর বয়সের ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ে ভিডিও-ক্লিপ এবং আকর্ষণীয় সংগীত নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ইনু বলেন, উপকূল সবুজায়ন, সুন্দরবনের ওপর ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলা, বঙ্গোপসাগরে জেলে-জীবন, পরিবেশ পরিবর্তনবান্ধব বীজ ও সারের ব্যবহার নিয়ে সরকারের তৎপরতায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধিতে গণমাধ্যম হিসেবে বিবিসি মিডিয়া অ্যাকশনের আরো কাজের সুযোগ রয়েছে।
রিচার্ড লেস বাংলাদেশ টেলিভিশন ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংস্থার চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত রিচার্ড লেস গত তিন বছর ধরে বাংলাদেশে বিবিসি মিডিয়া অ্যাকশনের বিভিন্ন পদে কাজ করেছেন।
বিবিসি মিডিয়া অ্যাকশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ফয়সাল আহমেদ, গভর্নেন্স প্রজেক্ট এর প্রধান ফাইয়াজ উদ্দিন আহমদ এবং মিডিয়া ম্যানেজার প্রিন্স ইদি আমিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এইচআর/এমআর)