আসছে আরও ৯টি টিভি চ্যানেল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৫ ১৯:০৩:৫৬
ঢাকা: আরও অন্তত নয়টি চ্যানেলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।
দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র না পাওয়ায় মাঝপথে আটকে ছিল চ্যানেলগুলো।
তবে সম্প্রচারে যেতে এখনো বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (টিভি শাখা-২) আকতারুজ্জামান ঢাকাটাইমসকে জানান, আমরা গত বছর অক্টোবর মাসে ১৫টি চ্যানেলের নামসহ স্বরাস্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম।
এর মধ্যে নয়টি চ্যানেলের অনাপত্তিপত্র পাওয়া গেল।
(ঢাকাটাইমস/৭ জানুয়ারী/এইচআর/এআর)