logo ০৭ মে ২০২৫
নিঃশর্ত ক্ষমা চাইল প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৫ ০৯:২৭:০৭
image


ঢাকা:  আপিল বিভাগে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।

সোমবার সকালে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আপিল বিভাগে হাজির হন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান। তার সঙ্গে ছিলেন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।

এর আগে পত্রিকাটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সম্পাদক-যুগ্ম সম্পাদককে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  তাদের  ৫ জানুয়ারি হাজির হতে বলা হয়। একইসঙ্গে ‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’ শীর্ষক উপ-সম্পাদকীয় নিবন্ধনের জন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়।

দৈনিক প্রথম আলো’তে প্রকাশিত মিজানুর রহমান খানের  একটি নিবন্ধ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এসময় আদালত তাকে লিখিত আবেদন দায়েরের পরামর্শ দেন। পরে আইনজীবী সিরাজুম মনির আপিল বিভাগে আবেদন দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রোকন বলেন, প্রকাশিত লেখায় আপিল বিভাগের মর্যাদাহানি করা হয়েছে। তিনি (লেখক) বলেছেন, বাইরে থেকে লোক এনে যেন প্রধান বিচারপতি বানানো হয়। আপনাদের কারও যোগ্যতা নেই প্রধান বিচারপতি হওয়ার। এ পর্যায়ে একজন বিচারপতি বলেন, এটা খুবই বিপজ্জনক কথা।

এরপর আদালত সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহমুদুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আদালতের এখতিয়ার কখনও চ্যালেঞ্জ করা যায় না। এটর্নি জেনারেল মাহবুবে আলম নিবন্ধের কিছু অংশ আদালতে উপস্থাপন করে বলেন, তার এ লেখা আদালত অবমাননাকর। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি আদালতের আহবানে অভিমত দেন। শুনানি শেষে আদালত আদেশ দেন।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/ এএম)