ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাডারহুডকে সমর্থন এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে আলজাজিরার তিন সাংবাদিক একবছর ধরে মিশরে আটক রয়েছে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বাহের মোহাম্মদ, মোহম্মদ পাহামি ও পিটার গ্রেসচিকে আটক করা হয়েছিলো।
অস্ট্রেলিয়ার নাগরিক গ্রেসচি, মিশরীয় বংশোদ্ভুত কানাডিয়ান পাহামি এবং মিশরীয় নাগরিক বাহের। চলতি বছরের জুনে মিশরের এক আদালত গ্রেসচি ও পাহামিকে সাত বছরের এবং বাহেরকে ১০ বছরের জেল দেয়।
গত বৃহস্পতিবারে এই রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের এক শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে পুরানো মামলার সকল কার্যক্রম পর্যালোচনা করে দেখার কথা বলা হয়েছে।
তবে মিশরের প্রেসিডেন্ট সিসি চাইলে এই মামলা খারিজ করে দিতে পারেন। কিন্তু সিসি বলেন, আদালতের বিচার প্রক্রিয়ায় তিনি কোন হস্তক্ষেপ করবেন না।
মিশরীয় সরকার নিজেদের সাফাই দিয়ে বলেছে, এটা কোন রাজনৈতিক হয়রানিমূলক মামলা না। এটা বর্তমানে আপিল প্রক্রিয়ায় আছে এবং এই প্রক্রিয়ইি বলে দেবে পরবর্তী করনীয় কি হবে।
(ঢাকাটাইমস/২৯ ডিসেম্বর/টিআর/জেএস)