logo ০৭ মে ২০২৫
ফরিদপুর প্রেসক্লাব নির্বাচনে কবিরুল সভাপতি-হাসান সাধারণ সম্পাদক
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ ডিসেম্বর, ২০১৪ ১৭:২৬:৫০
image


ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে হাসানউজ্জামান পুনর্নির্বাচিত হয়েছে। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে ৮৬ ভোটারের মধ্যে ৮৩ জন ভোট দেন।

নির্বাচিত তিন সহ-সভাপতি হলেন- জাহিদ রিপন, আমিনুর রহমান ফরিদ ও আহমেদ ফিরোজ।

বাকি নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, দপ্তর সম্পাদক শেখ মনির হোসেন, প্রচার সম্পাদক আবিদ রহমান নিপু এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রেজাউল করিম বিপুল।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয় সদস্য হলেন- খন্দকার আলী আরশাদ কাজল, রেজাউল করিম, শফিকুল ইসলাম মনি, শেখ সাইফুল ইসলাম ওহিদ, আশরাফুজ্জামান দুলাল এবং সমসংখ্যক ভোট পেয়েছেন রেশাদুল হাকিম ও এম এম রাইসুল ইসলাম রুবেল। এর মধ্যে একজন নির্বাচিত হবেন।

বার্ষিক এ নির্বাচনে ১৬টি পদে ৩১ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন এবং পাঠাগার সম্পাদক পদে হারুন আনসারী রুদ্র  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক আব্দুল মতিন ফকিরের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন ভোট গ্রহণ সম্পন্ন করেন। দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)