logo ০৭ মে ২০২৫
সারাদেশে নানা আয়োজনে বিটিভির সুবর্ণ জয়ন্তী পালিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ডিসেম্বর, ২০১৪ ২২:২৫:০৮
image

ঢাকা: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫০ বছর পূর্তি হয়েছে।


সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কেক কেটে ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়।


রাজধানীর বাইরে খুলনা, রংপুর, মানিকগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বিটিভির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


খুলনা প্রতিনিধি জানায়, বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক আনিস মাহমুদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী ও বিটিভির খুলনা উপ-কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইঞ্জিনিয়ারিং ম্যানেজার) দেলোয়ার হোসেন বক্তব্য দেন।


সভায় বক্তারা বিটিভির গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনের অনেক অবদান রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিটিভি এখনও বেশ জনপ্রিয় একটি চ্যানেল।


সময়ের সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে পারলে এটি মানুষের আরও আস্থা অর্জনে সক্ষম হবে উল্লেখ করে তারা বলেন, বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও বিটিভিতে প্রচার করতে হবে। এর আগে অতিথিরা কেক কেটে ও কবুতর উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।


পরে এখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংসদ সদস্য, কুয়েটের ভিসি, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।


রংপুর প্রতিনিধি জানায় সেখানেও আজ নানা আয়োজনে বিটিভির সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।


এদিকে মানিকগঞ্জ শহরেও এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এমআর)