ডিকাবের নতুন সভাপতি মাসুদ, সেক্রেটারি বশীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ ডিসেম্বর, ২০১৪ ২৩:৩৫:৫০

ঢাকা: ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) নতুন কমিটি নির্বাচন হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের মাসুদ করিম ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশের বশীর আহমেদ।
ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার বার্ষিক সাধারণ সভার পর জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের জন্য ডিকাবের নির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে আঙ্গুর নাহার মন্টি (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম-সম্পাদক পদে খুররম জামান (বাংলানিউজ), কোষাধ্যক্ষ পদে রবিউল হক (আজকের পত্রিকা) ও দফতর সম্পাদক পদে একে মোহাম্মদ মঈনউদ্দিন (ইউএনবি) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন— নিউজ টুডের বদিউল আলম, দৈনিক ইত্তেফাকের মাঈনুল আলম, দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, দৈনিক সংবাদের সালাম জুবায়ের এবং দৈনিক মানবকণ্ঠের শাহাবউদ্দিন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বার্তা সংস্থা এ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন এবং অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম ও নিজামুদ্দিন আহমেদ।
(ঢাকাটাইমস/ ২১ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)