logo ০৭ মে ২০২৫
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ডিসেম্বর, ২০১৪ ১৬:৫৮:৩৯
image

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।


মঙ্গলবার সংগঠনের সভাপতি সাখওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম-সম্পাদক ফেরদাউস মোবারক, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী মুহা. আফিফুজ্জামান (কাজী সোহাগ), ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী (খোকন), কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল, ফারুক খান, হাবিবুর রহমান, হরলাল রায় সাগর এবং কামাল উদ্দিন সুমনসহ ডিআরইউ’র সাবেক ও সদস্যরা।


(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এইচআর/এমআর)