logo ০৮ মে ২০২৫
প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধনে কমিটির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ২২:৫৩:৩৬
image

ঢাকা: প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে বর্তমান কমিটির মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ক্লাবের কমিটি রুমে আয়োজিত যৌথ বৈঠকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক নেতারা এ সিদ্ধান্ত নেন।


এ জন্য শিগগিরই অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) ডাকা হবে বলে জানিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।


ক্লা্বের কমিটির রুমে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জোষ্ঠ সদস্য ও ক্লাবের সা্বেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ সঞ্চালনের দায়িত্ব পালন করেন।


বৈঠকে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সিনিয়র সাংবাদিকদের মধ্যে হাবিবুর রহমান মিলন, গোলাম সারওয়ার, আমানুল্লাহ কবির, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, শফিকুর রহমান, খোন্দকার মনিরুল আলম, রুহুল আমিন গাজী, স্বপন সাহা, এলাহি নেওয়াজ খান সাজু, আবদুস শহিদ, সরদার ফরিদ আহমদ, বাকের হোসাইন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান উপস্থিত ছিলেন।


বৈঠকে উপস্থিত সিনিয়র সাংবাদিক বাকের হোসাইন জানান, দুই পক্ষের সাংবাদিকদের মধ্যে একটি লিখিত চুক্তি হয়েছে। এতে বলা হয়েছে— প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধন করে সদস্য সংখ্যা ১০০০ থেকে বাড়ানো হবে এবং বর্তমান ভোটার তালিকা আরও যাচাই-বাছাই করার পর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ৩১ মার্চের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন করা হবে। এ জন্য সিনিয়র সাংবাদিকদের মধ্য থেকে ১০ জনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে।


কমিটির সদস্যরা হলেন— রিয়াজ উদ্দিন আহমেদ, গোলাম সারওয়ার, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, খোন্দকার মনিরুল আলম, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এম এ আজিজ ও কুদ্দুস আফ্রাদ।


(ঢাকাটাইমস/ ১১ ডিসেম্বর / এআর / ঘ.)