logo ০৮ মে ২০২৫
সরকারি কর্মচারীদের হামলায় তিন সাংবাদিক আহত
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
০৬ ডিসেম্বর, ২০১৪ ২১:৩৬:৩৩
image

ঢাকা : কক্সবাজারের সরকারি কর্মচারীদের বহুল আলোচিত ‘৫১ একর আবাসন প্রকল্প ’ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আজ শনিবার দুপুরে সরকারি কর্মচারীদের হাতে প্রহৃত হয়েছেন স্থানীয় তিন সংবাদকর্মী। প্রহৃতরা হলেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফি উল্লাহ শফি, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকী ও বৈশাখী টিভির ক্যামেরাম্যান জসিম উদ্দিন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত শফি উল্লাহ শফি জানিয়েছেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পর পাহাড় কেটে আবাসনের কাজ করছে ৫১ একর সরকারি কর্মচারী আবাসন প্রকল্প। এর ভিডিও ফুটেজ ও সংবাদ সংগ্রহকালে জেলা প্রশাসকের চতুর্থ শ্রেণি কর্মচারী হাশেম, নাছির এবং প্রকল্পের পাহারায় নিয়োজিত আনসার সদস্য সরওয়ার ও বেদার এর নেতৃত্বে কিছু শ্রমিক এ হামলা চালায়।

শফি উল্লাহ শফি জানান, সরকারি কর্মচারী এবং আনসাররা মাটি কাটায় নিয়োজিত শ্রমিকদের হাত থেকে লোহার কুন্তি, মাটি কাটার কোদাল নিয়ে তাদের প্রহার করে। তিনি আরো জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় ক্যামেরাম্যান জসিমের একটি দাঁত ভেঙ্গে গেছে এবং সাংবাদিক শফির হাতের হাড়ও ভেঙ্গে গেছে। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডা. মারুফ রহমান জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী কৃর্তক সংবাদকর্মীদের প্রহার করার ঘটনার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা তাৎক্ষণিক জেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় মিলিত হন এবং শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি  জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত এবং নেপথ্যে থাকা প্রশাসনিক কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে কর্মসূচির ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর আলম বলেন, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সরকারি কর্মচারীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এমএটি)