বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য: বসুন্ধরা চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৪ ১৪:২১:৪৮

ঢাকা: বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, মিথ্যা ও ব্যক্তি স্বার্থে সংবাদ পরিবেশন না করে দেশ ও জনগণের স্বার্থে বাস্তবধর্মী এবং স্বচ্ছ সংবাদ পরিবেশন করতে হবে। দেশের মানুষের উন্নতি হলেই রাষ্ট্রের উন্নতি হবে। সাংবাদিকরাই পারে একটি সংবাদ পরিবেশনের মাধ্যমে ১৬ কোটি মানুষের উপকার করতে। আর এজন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য।
মঙ্গলবার দুপুরে বসুন্ধরা মিডিয়াপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
আহমেদ আকবর সোবহান বলেন, উপরে যাওয়া সহজ, কিন্তু উপরের অবস্থান ধরে রাখাটা অনেক কঠিন। বাংলাদেশ প্রতিদিন মাত্র ৫ বছরে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে পাঠকের আস্থা অর্জন করেছে। এই অবস্থান ধরে রাখতে প্রত্যেক কর্মী প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের বহু পত্রিকা হঠাৎ করে জ্বলে উঠেছে, আবার হঠাৎ করেই নিভে গেছে। সেখানে বাংলাদেশ প্রতিদিন তার অবস্থান অটুট রেখে এগিয়ে যাচ্ছে।
মফস্বল সাংবাদিকতার দুর্নাম ঘুচিয়ে ন্যায়ের প্রতি সোচ্চার থাকার নির্দেশনা দিয়ে প্রতিনিধিদের উদ্দেশ্যে আহমেদ আকবর সোবহান বলেন, যেখানে যে অনিয়ম দেখবেন দেশের স্বার্থে তা তুলে ধরবেন। অনুসন্ধানী চোখ খোলা রাখবেন। কোন ভাবেই নিজেকে বিক্রি করবেন না। প্রয়োজনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পুরস্কার স্বরুপ আপনাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজারের সদ্য প্রয়াত প্রতিনিধির স্ত্রীর হাতে তিন লাখ টাকা অনুদানের চেক তুলে দেন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এমএম)