ডিআরইউ নির্বাচনে ঢাকাটাইমসের হাবিব জয়ী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৪ ২০:১৪:৫৪

ঢাকা: ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ২০১৫ মেয়াদের নির্বাচনে কার্য নির্বাহী পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব)। তিনি ৪৪৮ ভোট পেয়ে কার্য নির্বাহী পদে পঞ্চম হয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউয়ের সাগর-রুনি মিলনায়তনে রবিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এমএ আজিজ ও আবু তাহের।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডিআরইউর এক হাজার ৩০৩জন সদস্যের মধ্যে এক হাজার ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
কার্যনির্বাহী সদস্যপদে সর্বোচ্চ ৬৩৪ ভোট পেয়ে এবিসি রেডিওর শাহনাজ শারমীন প্রথম হয়েছেন। ৫৩৪ ভোট পেয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সাজিদা ইসলাম পারুল দ্বিতীয়, ৫১৮ ভোট পেয়ে ওসমান গনি বাবুল তৃতীয়, ৪৮৪ ভোট পেয়ে আরটিভির ফারুক খান চতুর্থ, ৩৯৫ ভোট পেয়ে দৈনিক মানবকণ্ঠের হরলাল রায় সাগর ষষ্ঠ ও ৩৬৬ ভোট পেয়ে দৈনিক সংগ্রামের কামাল উদ্দিন সুমন ৭ম স্থান অর্জন করেন।
হাবিবুর রহমান নির্বাচিত হওয়ায় ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকলের পক্ষ থেকে ঢাকাটাইমসের বার্তা সম্পাদক কে এম আজিজুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমএম)