জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিতদের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ নভেম্বর, ২০১৪ ১২:৫৫:১১
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ-বঞ্চিত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে প্রেসক্লাবের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মোস্তাক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাব-এডিটর কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলাম, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, ডিইউজের নেতা তরুণ তপন চক্রবর্তী, সংবাদ সংস্থা বাসস’র কানাই চক্রবর্তী, দৈনিক আজকের পত্রিকার মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।
গত ১৫ নভেম্বর সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭১ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করে জাতীয় প্রেসক্লাব। পর দিন ১৬ নভেম্বর প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ তালিকা। তালিকা প্রকাশের পরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে পদপ্রত্যাশী সাংবাদিকদের মধ্যে। তারা স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে এই তালিকাকে প্রত্যাখ্যান করে নতুন করে তালিকা প্রণয়নের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।
(ঢাকাটাইমস/ ২৬নভেম্বর/ জেডএ.)