logo ০৯ মে ২০২৫
সুনামগঞ্জে নারী সাংবাদিক নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
২১ নভেম্বর, ২০১৪ ১২:২৭:৩৭
image

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মৌসুমী বেগম নামে এক নারী সাংবাদিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর থেকে তিনি নিখোঁজ হন।


মৌসুমী বেগম সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পাস করেছেন। পড়ালেখার পাশাপাশি তিনি দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকম-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে মৌসুমী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।


এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তার অভিভাবক সূত্রে জানা গেছে।


এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, নিখোঁজ ওই নারী সাংবাদিককে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


(ঢাকাটাইমস/২১নভেম্বর/আরএআর/এলএ)