logo ০৯ মে ২০২৫
“আলোকিত বাংলাদেশ”কে ইউনিয়নের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ নভেম্বর, ২০১৪ ২১:৫৯:৫২
image


ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধসহ সব ধরণের সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মালিকপক্ষকে আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন তারা।  

বুধবার বিকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আলোকিত বাংলাদেশ ইউনিটের এক জরুরি সভা হয় নিজস্ব কার্যালয়ে। আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষের ‘অনিয়মতান্ত্রিকভাবে সংবাদকর্মী ছাঁটাইয়ের অপচেষ্টা’র প্রতিবাদে এ সভা হয়।

 আলোকিত বাংলাদেশ ইউনিট চীফ মুস্তফা মনওয়ার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি আতিকুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও কোষাধ্যক্ষ শাহানা শিউলী, আলোকিত বাংলাদেশের যুগ্ম বার্তা সম্পাদক তারিক-উল ইসলাম, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ফজলুল হক শাওন, বিশেষ সংবাদদাতা সৈয়দ শাহনেওয়াজ করিম।

ঢাকা আহসানিয়া মিশনের চেয়ারম্যান রফিকুল আলমকে উদ্দেশ্য করে  আলতাফ মাহমুদ বলেন, ‘ঢাকা আহসানিয়া মিশনের অনেক লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু তারা পত্রিকা প্রকাশ করতে এসে গণমাধ্যমকে কলুষিত করেছে। রফিকুল আলম সংবাদপত্রকে এনজিও মনে করলে ভুল করবেন। সাংবাদিকদের সঙ্গে সংঘাতে গেলে সমস্যায় পড়বেন। আমরা আপনার সঙ্গে বসতে চাই। আপনি ২৪ ঘণ্টার মধ্যে সব সমস্যার সমাধান করবেন। তানাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

কুদ্দুস আফ্রাদ বলেন, ‘ট্রেড ইউনিয়ন কী করতে পারে আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষ হয়তো তা জানে না। কাউকে বিদায় করতে হলে অষ্টম ওয়েজবোর্ড এবং শ্রম নীতিমালা অনুসরণ করতে হবে। কাউকে বিদায় করতে হলে, যেদিন বিদায় করা হবে সেদিনই নিয়ম অনুযায়ী পাওনার চেক পরিশোধ করতে হবে। চেক না পাওয়া পর্যন্ত কোনো সংবাদকর্মী খাতায় স্বাক্ষর করা বন্ধ করবেন না।’

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এএ/এএম)