logo ০৯ মে ২০২৫
ডিআরইউর নির্বাচন ৩০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ নভেম্বর, ২০১৪ ১২:১৫:৩৯
image

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর কার্যনির্বাহী কমিটির (২০১৫) নির্বাচন ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর একদিন আগে ২৯ নভেম্বর হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।


সভায় সব সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।



গত ১ নভেম্বর সেগুনবাগিচায় ডিআরইউর কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।


নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ২১ নভেম্বর বিকাল ৫টা। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর ২০১৪। এর পরদিন ২৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


ডিআরইউর নির্বাচনে এবার ভোটার এক হাজার তিন শর বেশি। ইউনিটির মোট সদস্য প্রায় এক হাজার চার শ।


(ঢাকাটাইমস/ ৬ নভেম্বর/ এইচএফ/ঘ.)