ছিনতাইকারীর কবলে ঢাকাটাইমসের সংবাদকর্মী
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৫ নভেম্বর, ২০১৪ ২০:২৭:২১
ঢাকা: ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সংবাদকর্মী জামান।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর রমনা পার্কের ভেতরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সংবাদকর্মী জামান জানান,বিকালের দিকে অফিস শেষে প্রতিদিনের ন্যায় তিনি রমনা পার্কে হাটছিলেন।এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
(ঢাকাটাইমস/৫নভেম্বর/এমআর)