logo ০৯ মে ২০২৫
আরো টিভি চ্যানেল আসছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৪ ১৮:২৭:২২
image

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন দেশে ২৬টি টিভি চ্যানেল চলছে, আরো বেশ কিছু পেন্ডিং রয়েছে। মোট ৪৮টি টিভি চ্যানেলের প্রস্তাব যাচাই বাছায় করে দেখা হচ্ছে। তিনি বলেছেন ‘আমাদের মিডিয়া স্বাধীনতা পাচ্ছে। এতো স্বাধীনতা বিশ্বের অন্য কোনো দেশে পায় না। অবশ্য স্বাধীনতার ব্যাপারটি টিভি খুললেই দেখা যায়। টিভি চ্যানেলগুলো সব সময়ই সরকারের সমালোচনা করতে থাকে।’


বৃহস্পতিবার ইতালি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা। বিকালে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


ইতালি সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধুপ্রতীম অন্যান্য দেশের রাষ্ট্র প্রতিনিধিদের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর বর্ধিত ইউরোপের জলবায়ু পরিবর্তনে অংশীদারিত্ব। ওই দিন রাতে আমি নৈশভোজে অংশ গ্রহণ করি। ওই অনুষ্ঠানে আমার বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে কথা হয়। পরের দিন জলবায়ু পরিবর্তনের সঙ্কট মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে আমার বক্তব্য উপস্থাপন করি।’


তিনি আরো বলেন, ‘বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতির ব্যাপারে সবাই আমাদের প্রশংসা করেছেন। আমার সফর সঙ্গী যেসব ব্যবসায়ীরা গিয়েছিলেন তারা ওখানে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন। পাশাপশি বিনিয়োগের জন্য দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত করেন।’